বেপরোয়া বাসে গেল বিশ্রামরত রিকশাচালকের প্রাণ

চট্টগ্রামে সড়কের পাশে রিকশা দাঁড় করিয়ে বিশ্রাম নেওয়ার সময় বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেছে ওই রিকশার চালকের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2018, 05:44 AM
Updated : 16 Feb 2018, 05:44 AM

শুক্রবার সকাল ৭টার দিকে চান্দগাঁও থানার কসাইপাড়া রাস্তার মুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রিকশাচালক মো. তসলিম মিয়া (৪৬) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আবদুল আজিজের জেলে। তিনি চান্দগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

তসলিমকে চাপা দেওয়া এস আলম পরিবহনের বাসটি স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

তসলিমকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশা চালিয়ে এসে ক্লান্ত হয়ে চান্দগাঁও থানার পেছনে কসাই পাড়া রাস্তার মুখে রিকশাটি রাখেন তসলিম।

“সেখানেই রিকশার ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এসময় এস আলম পরিবহনের বাসটি তাকে চাপা দেয়।”

চান্দগাঁও থানার এএসআই নিতাই চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের সহায়তায় এস আলম পরিবহনের বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে।”