চট্টগ্রামে একুশে বইমেলা শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 02:29 PM
Updated : 15 Feb 2018, 02:29 PM

বৃহস্পতিবার নগরীর মুসলিম হল চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে ১১ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

মেলায় চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

উদ্বোধনী বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রকাশক, লেখক, কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে বইমেলাকে পাঠকদের কাছে উপস্থাপন করে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে হবে। চট্টগ্রামের বইমেলার এই আবেদন দেশের জেলা-উপজেলার গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়া হবে। 

ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, কাউন্সিলর মো. সলিমউল্লাহ বাচ্চু, সালেহ আহমদ চৌধুরী, এইচ এম সোহেল, আবিদা আজাদ, জেসমিন সুলতানা জেসি, মনোয়ারা বেগম মনি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক প্রমুখ।

এবারের বইমেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থা ৫০টি স্টলে অংশ নিচ্ছে বলে আয়োজকরা জানান।

এছাড়া এবারের মেলায় একুশে স্মারক সম্মাননা পদক, সাহিত্য পুরস্কার দেওয়ার পাশাপাশি চিত্রাংকনসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে।

এর বাইরে প্রতিদিন আলোচনা সভা ছাড়াও স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান, লোক সঙ্গীত, নাটক, কবিগান, কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি পরিবেশিত হবে।