ধর্ম অবমাননার মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তারে পরোয়ানা

হিন্দুদের দেবী সরস্বতীকে নিয়ে ফেইসবুকে ‘অবমাননাকর’ মন্তব্য করায় চট্টগ্রামের আদালতে করা এক মামলায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 05:53 PM
Updated : 13 Feb 2018, 05:54 PM

আইনজীবী অনুপম চক্রবর্তী মঙ্গলবার মামলাটি করার পর চট্টগ্রামের মহানগর হাকিম মাসুদ পারভেজ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

অনুপম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীর সরস্বতী পূজার দিন ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন।

“ওই স্ট্যাটাসে উনি বিদ্যাদেবী সরস্বতীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। দণ্ডবিধির ২৯৫ ও ৫০১ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হিন্দু সম্প্রদায়কে অবমাননার অভিযোগ আনা হয়েছে মামলায়।”

মামলার শুনানির সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী ও জ্যেষ্ঠ আইনজীবী নিতাই প্রসাদ ঘোষসহ অর্ধশত আইনজীবী বাদীর পক্ষে উপস্থিত ছিলেন বলে জানান অনুপম চক্রবর্তী।

আনিস আলমগীরের বিরুদ্ধে একই অভিযোগে ঢাকার আদালতেও মামলা হয়েছে।

এদিকে ওই ফেইসবুক স্ট্যাটাস নিয়ে সমালোচনার মুখে ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন আনিস আলমগীর।