ঘরে নিয়ে আটকে রেখে ‘অর্থ আদায়কারী’ তরুণী গ্রেপ্তার

চাকরিদাতাকে আটকে টাকা আদায়ের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 02:31 PM
Updated : 13 Feb 2018, 02:31 PM

মঙ্গলবার সকালে ডবলমুরিং থানার বেপারি পাড়া থেকে রওশন আক্তার (২২) নামে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

রওশনের চাকরিদাতা ব্যক্তির কাছ থেকে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়েন্দা কর্মকর্তা সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রওশন চাকরি নেওয়ার কথা বলে হলিশহর এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে আবেদন করে এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়ে তোলেন।

“বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ায় ওই ব্যক্তিকে রওশন তার পরিবারের সাথে কথা বলার জন্য গত ২৩ জানুয়ারি নিজের বেপারীপাড়ার বাসায় নিয়ে যায়।

“ওই ব্যক্তি বাসায় যাওয়ার পর রওশন, তার তালত ভাই রনিসহ আরও দুজন ওই বাসায় গিয়ে তাকে মারধর করে দুই লাখ টাকা দাবি করে এবং অশ্লীল ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।”

ওই ব্যক্তি পুলিশ জানিয়েছেন, তিনি এক লাখ টাকা দিয়ে পরে বাকি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে রওশনের বাড়ি থেকে ছাড়া পেয়েছিলেন।

গ্রেপ্তার রওশন, পলাতক রনিসহ অন্যদের আসামি করে মামলা করা হয়েছে।