সিআইইউতে জলবায়ু বিষয়ক সেমিনার

চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 01:10 PM
Updated : 22 Jan 2018, 01:10 PM

সোমবার অঁলিয়েস ফ্রসেজ চট্টগ্রাম ও সিআইইউর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির কনফারেন্স কক্ষে এই সেমিনার হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক রিলেশন্সের সদস্য ও ফরাসি গবেষক এলিস বেল।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বৈশ্বিক বিষয় এবং বাংলাদেশের মত দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ এর কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

“জলবায়ু পরিবর্তনজনিত মানবিক বিপর্যয় কমাতে দুটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এগুলো হলো গ্রিন হাউজ গ্যাসের নির্গমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আন্তর্জাতিক মধ্যস্থতা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবেলায় অভিযোজন ক্ষমতা ও দক্ষতা উন্নীতকরণ।”

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ পরিচালিত ইন্সটিটিউট অব গর্ভনেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল স্টাডিজের (আইজিডিআইএস) পরিচালক ও ব্যবসায় অনুষদের সহযোগী অধ্যাপক মনজুর কাদের।

সেমিনারে মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এলিস বেল।