ধাওয়া-পাল্টা ধাওয়ায় নারীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় দুই ভবনের সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 10:23 AM
Updated : 20 Jan 2018, 10:40 AM

পুলিশ বলছে, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নব (৪৫) নামের ওই নারী।  

জয়নব স্থানীয় মো. আফসারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, পৌর সদরের গাজী কমিউনিটি সেন্টারের পাশে ‘আবসার ভিলা’ নামে চার তলা একটি ভবন আছে। দুই স্থাপনার সীমানা প্রাচীর নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। সকালে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হলে তা এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

এর এক পর্যায়ে অসুস্থ অবস্থায় জয়নবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

“মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

এদিকে জয়নবের মৃত্যুর পর তার পক্ষের লোকজন সড়ক অবরোধের চেষ্টা করলে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ তাদের রাস্থা থেকে সরিয়ে দেয় বলে ওসি নেয়ামত উল্লাহ জানান।