চট্টগ্রামে দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 12:35 PM
Updated : 18 Jan 2018, 12:35 PM

বৃহস্পতিবার নগরীর পূর্ব মাদারবাড়ি এবং হাটহাজারি থানার বড় দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মোহন মেথর ওরফে মিছা (৪০) ও সাদিয়া আক্তার ঊর্মি (৭)।

ঊর্মি দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী, ওই এলাকার বাসিন্দা আমান উল্লাহর মেয়ে সে। মোহন পূর্ব মাদারবাড়ি সেবক কলোনীর বাসিন্দা।

সরদঘাট থানার এসআই আবু মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে পূর্ব মাদার বাড়ি সেবক কলোনীর সামনে ট্রাকচাপায় মারা যান মোহন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন মোহন। এ সময় মাঝিরঘাট থেকে আইস ফ্যাক্টরি রোডের দিকে আসা মাল বোঝায় একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহতাবস্থায় মোহনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানান এসআই মুছা।

হাটহাজারি থানার এসআই মো. জলিল জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল ঊর্মি। হাটহাজারি থেকে অক্সিজেনের দিকে আসা একটি ট্রাকের চাকা খুলে গিয়ে রাস্তার পাশে মেয়েটিকে চাপা দেয়।

গুরুতর আহত ঊর্মিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।