আদনান হত্যার বিচার চেয়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যাকারীদের বিচার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নগরীর কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 09:16 AM
Updated : 18 Jan 2018, 09:16 AM

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর জামালখান মোড় এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আদনান ইসফারকে গত মঙ্গলবার দুপুরে নগরীর জামালখান এলাকাতেই প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করে একদল যুবক।

তার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জামালখান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনে সমবেত হয় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল- চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের মেধাবী ছাত্র আদনান ইসফারের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন।

ওই ব্যানারে ‘রউফ গ্রুপের সাঈদ, মঈন, খান সাব্বির ও জিলহাজসহ খুনিদের ফাঁসি দাবি’ করা হয়।

মানববন্ধনে থাকা শিক্ষার্থীরা বলেন, দিনের বেলায় জামালখানের মত জায়গায় একজন ছাত্রকে ছুরি মেরে খুন করা হল। এটা মেনে নেওয়া যায় না।

এভাবে স্কুলছাত্র খুন হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছেন বলেও জানান শিক্ষার্থীরা।

নিহত আদনান ইসফার এলজিইডি খাগড়াছড়ির প্রকৌশলী আদনান আখতারুল আজমের ছেলে। ঘটনাস্থলের কাছে চট্টগ্রাম প্রেস ক্লাবের পেছনেই তাদের বাসা।

এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার ভোরে নগরী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঈন, সাব্বির, আরমান, সাঈদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।