সোনা পাচারের দায়ে আট বছর কারাদণ্ড

সোনা চোরাচালান মামলায় এক ব্যক্তিকে আট বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 02:39 PM
Updated : 17 Jan 2018, 02:39 PM

বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা ও সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূর এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. সোহেল (৩০) রাউজান উপজেলার শাহ নগর গ্রামের মো. শামসুল আলমের ছেলে।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনা চোরাচালানের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে আট বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

“আসামি সোহেল জামিনে নিয়ে পলাতক আছে।”

২০১৪ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা সোহেলের সঙ্গে থাকা ইস্ত্রির ভেতর থেকে ৬০টি সোনার বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন মামলা করেন।

একই বছরের ১৫ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দেওয়ার পর ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে আদালত।