রমা চৌধুরী চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে

একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 02:29 PM
Updated : 17 Jan 2018, 02:29 PM

বুধবার বেলা সাড়ে ১২টায় নগরীর বেসরকারি মেডিকেল সেন্টার থেকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে নিয়ে যাওয়া হয় তাকে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে রমা চৌধুরীকে দেখতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পাঠিয়েছিলেন।

“তিনি দেখা করে রমা চৌধুরীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে বলে গেছেন। ইতিমধ্যে চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে। তাদের পরামর্শ মতেই উনার চিকিৎসা চলছে।”

পাশাপাশি রমা চৌধুরীর সন্তান ও পরিবারের সদস্যদের থাকার জন্য হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর কেবিনটি বরাদ্দ করা হয়েছে বলেও তিনি।

রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন জানান, বেলা সাড়ে ১২টার দিকে বিএমএ নেতৃবৃন্দ মেডিকেল সেন্টার থেকে উনাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসেন।

“উনার চিকিৎসা চলছে।”

গত ১৪ জানুয়ারি রমা চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়ে তার চিকিৎসা বিল বাবদ এক লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেন ওবায়দুল কাদের।

এর আগে ২৪ ডিসেম্বর কোমরের হাড় ভেঙ্গে নগরীর বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে ভর্তি হন রমা চৌধুরী।

জীবনে কখনো কারো কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ না করলেও ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তির পর চিকিৎসার জন্য সহায়তা চান এই বীরাঙ্গনা।

এর আগে ১১ ডিসেম্বর নগরীর খুলশী ডায়বেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল রমা চৌধুরীকে।

৭৮ বছর বয়সী এই লেখিকা ডায়বেটিস, ব্রংকাইটিস, পিত্তথলির পাথরসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।