অষ্টম রসায়ন অলিম্পিয়াডে অংশ নেবে ১৪ হাজার শিক্ষার্থী

রসায়ন অলিম্পিয়াডের অষ্টম আসরের প্রিলিমিনারি রাউন্ডে এবার প্রায় ১৪ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 01:36 PM
Updated : 17 Jan 2018, 01:36 PM

আগামী শুক্রবার অলিম্পিয়াড উপলক্ষে নগরীর চট্টগ্রাম কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে অষ্টম রসায়ন অলিম্পিয়াড-২০১৭ চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মনির উদ্দিন বলেন, ১৯৬৮ সালে চেকস্লোভাকিয়া প্রথম রসায়ন অলিম্পিয়াডের অভিযাত্রা শুরু হয়।

“২০১৭ সালে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় থাইল্যান্ডে। ১৯৭২ সাল থেকে বাংলাদেশ রসায়ন সমিতি রসায়ন বিদ্যায় দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশও অষ্টম বারের মত অলিম্পিয়াড আয়োজন করছে।”

মনির উদ্দিন বলেন, ঢাকাসহ ১১টি কেন্দ্রে শুক্রবার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রায় ১৪ হাজার শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন শুরু হবে।

সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব হবে। এরপর বেলা সোয়া একটায় শুরু হবে শোভাযাত্রা।

শোভাযাত্রার পর মধ্যাহ্নভোজ, প্রশ্ন-উত্তর পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

ওইদিন বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ‍পুরস্কার বিতরণ করবেন।

১৬ ফেব্রুয়ারি ঢাকায় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নূ ক ম আকবর হোসেন, চবি রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে, বাকলিয়া কলেজের অধ্যাপক বিপ্লব গাঙ্গুলী, মহসিন কলেজের অধ্যাপক মো. ইদ্রিস আলী, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রিয়াজুল হক, ড. অজয় দত্ত, নুরুল আনোয়ার, মাহফুজুল হক ও অর্পন ব্যানার্জি।