চট্টগ্রামে ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান

চট্টগ্রামে একটি ভেজাল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 01:24 PM
Updated : 17 Jan 2018, 01:24 PM

বুধবার ভোর রাতে নগরীর খুলশী থানার লালখান বাজার হাই লেভেল রোডে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায় পুলিশ।

পুলিশ সেখান থেকে ২৫ ধরনের ভেজাল ওষুধ, কৌটা ও ওষুধের লেবেল উদ্ধার করেছে।

এ ঘটনায় মো. সাইদুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) পলাশ কান্তি নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘একুয়ারা ফার্মা’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে সাইদুল ওষুধগুলো বাজারজাত করছিলেন। প্রায় দুই বছর ধরে তিনি এভাবে ওষুধ বিক্রি করছেন। 

তিনি বলেন, “সাইদুল আগে একটি ওষুধ কোম্পানির এমআর (মার্কেটিং রিপ্রেজনটিভ) হিসেবে কাজ করতেন। পরে দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের খোলা ওষুধ কিনে এনে দেশে প্যাকেটজাত করে বিক্রি শুরু করেন।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জানিয়েছেন, চীন থেকে বিভিন্ন ধরনের খোলা ওষুধ সংগ্রহ করে আন্দরকিল্লা থেকে লেবেল ছাপিয়ে, কৌটা সংগ্রহ করে সেগুলো বোতলজাত করতেন।”

পুলিশ কর্মকর্তা পলাশ জানান, সাইদুল ওষুধগুলো বোতলজাত করে নামিদামি ওষুধের লেবেল লাগিয়ে বিভিন্ন দোকানে বেশি দামে বিক্রি করা ছাড়াও চিকিৎসকদেরকে তার ওষুধ ব্যবস্থাপত্রে লেখার জন্য প্রলুব্ধ করতেন।

সাইদুলের বিরুদ্ধে খুলশী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।