দেশের সব বধ্যভূমি সংরক্ষণের দাবি

চট্টগ্রামের পাহাড়তলীসহ দেশের সব বধ্যভূমি সংরক্ষণের দাবি জানিয়েছে চট্টগ্রামের প্রগতিশীল সংগঠনগুলো।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2017, 02:46 PM
Updated : 14 Dec 2017, 02:46 PM

বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে পাঁচ সংগঠন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী জাতির মেধাবী সন্তানদের স্মরণ করে।

ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী, খেলাঘর এবং বিশেষ গেরিলা বাহিনী এ কর্মসূচির আয়োজন করে।

প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাধীনতা বিরোধী এ দেশীয় ঘাতক-দালাল এখনো দেশের বিভিন্ন প্রান্তে ঘাপটি মেরে দেশকে আবারো পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়া অপচেষ্টা চালাচ্ছে।

তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা পাহাড়তলী বধ্যভূমি অবৈধ দখলমুক্ত করাসহ চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের দাবি জানান।

মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধা তপন দস্তিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেনু কুমার দে, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি সুনীল ধর, জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়া, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলার আহ্বায়ক গোলম সরোয়ার।

খেলাঘর ও উদীচীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন কর্মসূচিতে।