‘একটু স্খলনেই পরিণতি ভয়াবহ’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে রাজাকারমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন মুক্তিযোদ্ধারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 01:37 PM
Updated : 13 Dec 2017, 01:37 PM

বুধবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অঙ্গীকার করেন তারা।

আলোচনা শেষে শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করেন সমবেতরা।

আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফোরামের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বলেন, “দেশে একজন রাজাকার বেঁচে থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

“এই বুদ্ধিজীবী দিবসের শপথ হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন রাজাকারও যেন জয়ী হতে না পারে। একটু স্খলন হলেই আমাদের পরিণতি হবে ভয়াবহ।”

প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, “একাত্তরে যখন আমরা বিজয়ের সূর্য দেখার অপেক্ষায় ছিলাম তখনই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়।

“বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে আমাদের মেধাশূন্য করে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল হানাদার বাহিনী, যাতে আমরা স্বাধীন হলেও লক্ষ্যে পৌঁছাতে না পারি। তাই আলোর পথে এগিয়ে দেশকে আলোকিত করার লক্ষ্য পূরণে এই আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠান আয়োজনের প্রতীকি তাৎপর্য।”

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা আজও দেশে-বিদেশে সক্রিয়। তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও বক্তব্য রাখেন ফোরামের নগর কমিটির সভাপতি সরফরাজ খান বাবুল, বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মাহফুজুল হক, বোরহান উদ্দিন আহমদ এবং অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী প্রমুখ।