সিআইইউতে প্রযুক্তি বিষয়ক সেমিনার

চট্টগ্রামের বেসরকারি চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 07:16 AM
Updated : 25 Nov 2017, 07:16 AM

সিআইইউর প্রকৌশল অনুষদের আয়োজনে শুক্রবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘ডিপ লার্নিং: আ নিউ ফ্রন্টিয়ার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এপ্রোচ, অ্যাপ্লিকেশনস অ্যান্ড চ্যালেঞ্জস’ শীর্ষক সেমিনারে মূল বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিআইইউ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ রেজাউল হক খান বলেন, ডিপ লার্নিং অপেক্ষাকৃত নতুন একটি ধারণা এবং নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তি প্রয়োগে এর ভূমিকা রয়েছে।

“বর্তমানে গবেষণা ও শিল্পের প্রসারে এর ব্যবহার ও সীমাবদ্ধতাগুলোর উপরও বিশেষ দৃষ্টিপাত করা প্রয়োজন।”

ড. আসিফ ইকবাল তার উপস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরাল নেটওয়ার্কের মৌলিক বিষয়, ডিপ লার্নিং ও মেশিন লার্নিংয়ের মৌলিক ধারণাগত অবস্থা, ডিপ লার্নিং ও প্রথাগত মেশিন লার্নিংয়ের পার্থক্য এবং ডিপ লার্নিংয়ের সুবিধা ও প্রায়োগিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে সিআইইউর প্রকৌশল অনুষদের সহকারী অধ্যাপক মো. আমরন হারুন, মোহাম্মদ আতিকুর রহমানসহ প্রকৌশল অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।