বন্ড সুবিধায় আনা কাপড় বিক্রির চেষ্টা

চট্টগ্রামে কেডিএস গার্মেন্টসের এক কভার্ডভ্যান কাপড় বন্ড সুবিধায় এনে খোলাবাজারে বিক্রির অভিযোগে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 02:07 PM
Updated : 23 Nov 2017, 02:07 PM

ম্যাপ: চট্টগ্রাম

বুধবার রাতে নগরীর পাহাড়তলী এলাকা থেকে জব্দ করা হয় এসব কাপড়।

এ ঘটনায় বৃহস্পতিবার চট্টগ্রাম শুল্ক ভবনে মামলা করা হয়েছে।

চট্টগ্রাম শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক তারেক মাহমুদ জানান, চালানটি নগরীর কালুরঘাটের কেডিএস গার্মেন্টস লিমিটেড থেকে ঢাকার কেরানীগঞ্জের রতন মৃধা নামের ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

“পাহাড়তলী থানার বার কোয়ার্টার এলাকা অতিক্রমের সময় কভার্ডভ্যানটি আটক করা হয়। এসময় চালক জানায় গাড়িতে ফেব্রিক্স আছে। এসব কালুরঘাটের কেডিএস কারখানা থেকে ঢাকায় যাচ্ছে।”

তিনি জানান, কেডিএস গার্মেন্টসটি শতভাগ রপ্তানিমুখী বন্ডেড প্রতিষ্ঠান। আমদানি করা কাপড় দিয়ে পোশাক তৈরি করে বিদেশে রপ্তানির কথা থাকলেও এক্ষেত্রে এসব খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা এবং এর ওপর প্রযোজ্য শুল্ক করের পরিমাণ প্রায় নয় লাখ টাকা বলে তারেক মাহমুদ জানান।