অভিনব কায়দায় গাড়ির কাগজ চুরি, পরে টাকা দাবি

যাত্রীবেশে দুইজন গাড়িতে ওঠে। পরে তাদের একজন কৌশলে হেলপারের সাথে মারামারিতে জড়ালে সেই ফাঁকে অন্যজন করে গাড়ির কাগজ চুরি করে। পরে সেই কাগজ ফিরিয়ে দিতে গাড়ির মালিকের কাছে দাবি করা হয় টাকা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 12:47 PM
Updated : 23 Nov 2017, 12:47 PM

চট্টগ্রামে গাড়ির কাগজ চুরির সাথে জড়িত একজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে এ তথ্য।

গ্রেপ্তার আবুল হাশেম (৪৪) মিরসরাই উপজেলার তারাকাঠিয়া গ্রামের বাসিন্দা।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চক্রটি রাস্তায় চলাচল করা বিভিন্ন হিউম্যান হলারের কাগজপত্র চুরি করে। পরে মালিককে ফোন করে টাকার বিনিময়ে কাগজ ফেরত দেয়।

এধরনের কয়েকটি ঘটনার অভিযোগ ও পাহাড়তলী থানায় একটি মামলার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে গাড়ির কাগজ ফিরে পেতে টাকা দেওয়ার কথা বলে নগরীর কোতোয়ালীর মোড় থেকে কাগজপত্রসহ হাশেমকে গ্রেপ্তার করা হয় বলে জানান আসিফ মহিউদ্দিন।

তিনি বলেন, চক্রটিতে বেশ কয়েকজন সদস্য রয়েছে। তারা বিভিন্ন গাড়িতে যাত্রীবেশে দুইজন করে উঠে। যাদের একজন বসেন পেছনের আসনে ও অন্যজন থাকে চালকের পাশে ইঞ্জিন সিটে।

“গাড়ি চলার সময় পেছনের আসনে থাকা ব্যক্তি দরজায় এসে হেলপারের পাশে দাঁড়িয়ে ঠুনকে অজুহাতে মারামারি বাঁধায়। মারামারিতে চালক তাদের থামাতে আসন থেকে সরলে ইঞ্জিন সিটে বসা ব্যক্তি গাড়ির কাগজপত্র নিয়ে সটকে পড়ে।”

পরে মালিকের কাছ থেকে পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করে এবং দাবি অনুযায়ী টাকা পাওয়ার পর কাগজ ফিরিয়ে দেয়।