চট্টগ্রামে ছাত্রলীগে সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 06:34 PM
Updated : 20 Nov 2017, 06:45 PM

সোমবার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর ও আর নিজাম রোডে গোলপাহাড় মোড় ও মেট্রোপলিটন হাসপাতালের মাঝামাঝি এলাকায় এই সংঘর্ষ চলে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশরাক নামে মেট্রোপলিটন হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে মেডিকেলের তিন ছাত্রের ঝামেলা হয়েছিল। তা থেকে এই সংঘর্ষের সূত্রপাত।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম মেডিকেলের ছাত্রলীগকর্মীরা দুটি অ্যাম্বুলেন্সে করে মেট্রোপলিটন হাসপাতালে আসে, তখন এই এলাকায় থাকা এমইএস কলেজের ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে ১০ জন আহত হন বলে ওসি নুরুল হুদা জানান।

আহতদের মধ্যে আটজন চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র। তারা চট্টগ্রামে মেডিকেলেই ভর্তি হয়েছেন।

আহত অন্য দুজন মহানগর ছাত্রলীগের উপসম্পাদক মিনহাজুল আবেদীন সানি, ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল ইসলাম মাসুম বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা আইসিইউতে রয়েছেন বলে হাসপাতালে যোগাযোগ করে জানা যায়।