নিরাপদ সড়ক-বাড়ি নির্মাণে ডায়মন্ড সিমেন্টের মতবিনিময়

চট্টগ্রাম নগরীতে নিরাপদ সড়ক ও নিরাপদ বাড়ি নির্মাণ নিয়ে মতবিনিময় সভা করেছে ডায়মন্ড সিমেন্ট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 07:00 AM
Updated : 20 Nov 2017, 07:00 AM

নগরীর চান্দগাঁও এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রোববার অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়, এ জন্য জনসচেনতাই কার্যকর ভূমিকা রাখতে পারে।

এজন্য সড়ক নিরাপত্তায় সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির আওতায় কর্পোরেট প্রতিষ্ঠান ও বিত্তবানদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

দ্বিতীয় পর্বে বাড়ি ডায়মন্ড সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট টিমের প্রকৌশলিরা নিরাপদ বাড়ি বানানোর নানা দিক তুলে ধরেন। চান্দগাঁও, মোহরা ও কালুরঘাট অঞ্চলের বাড়ির মালিক এবং নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুর রহমান, মো. খোকন ও হাজী এমদাদ, প্রকৌশলী এম এ হাশেম, প্রকৌশলী ওমর ফারুক, ডায়মন্ড সিমেন্টের ডিলার নাসির উদ্দিন, প্রতিষ্ঠানটির ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) আবদুর রহিম, ম্যানেজার (মার্কেটিং) এম এ মোতালেব, ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) প্রকৌশলী ইশতিয়াক রায়হান মাহমুদ।