সোনা উদ্ধারের ঘটনায় একজনের সাজা

সোনার বার উদ্ধারের ঘটনায় চট্টগ্রামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 12:40 PM
Updated : 19 Nov 2017, 12:40 PM

রোববার চট্টগ্রামের চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আবদুল করিম কারাগারে রয়েছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন।

“পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের দণ্ড দেওয়া হয়েছে।”

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১২ অক্টোবর নগরীর পতেঙ্গা থানাধীন কয়লার ডিপো পুলিশ পাঁড়ি এলাকায় বিদেশ ফেরত আবদুল করিমের কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় পুলিশ করা মামলায় ওই বছরের ১০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৬ সালের ১৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে করিমের বিচার শুরু হয়।