সিআইইউতে দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 07:44 AM
Updated : 18 Nov 2017, 07:44 AM

শুক্রবার বিকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির অডিটরিয়ামে এই অনুষ্ঠানে মোট ১১টি দল অংশ নেয়।

সিআইইউর শিক্ষার্থীদের ক্লাব ‘সিআইইউ ডিভিশন অব স্টুডেন্টস্ অ্যাফেয়ার্স’ এবং চট্টগ্রামের অন্যতম ক্যারিয়ার ডেভেলপমেন্ট সংগঠন ‘দি ইঞ্জিনিয়ার্স ক্লাব’ এর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা হয়।

এতে অংশ নেওয়া দলগুলো ‘জনসংখ্যা বৃদ্ধি: সম্পদ নাকি সমস্যা’ বিষয়ে পক্ষে-বিপক্ষে আলোচনায় অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর মানবসম্পদ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোসলেউদ্দিন খালেদ। বিচারকের দায়িত্ব পালন করেন ব্যবসায় অনুষদের প্রভাষক সায়ীদ হাসান ও আমিনুল ইসলাম চৌধুরী, সোমেন কানুনগো এবং উইজ কমিউনিকেশন এর ব্র্যান্ড কনসালটেন্ট কৌশিক চৌধুরী জুনায়েদ।

মোসলেউদ্দিন খালেদ বলেন, “উপস্থাপনা হল একটি কৌশলগত দক্ষতা, আর এ দক্ষতা অর্জন করতে হলে চর্চার বিকল্প নেই। সিআইইউ বরাবরই শিক্ষার্থীদের মেধার বিকাশে ও দক্ষতা উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করে থাকে। আজকের প্রেজেন্টেশন কনটেস্ট তারই একটি অংশ।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় অনুষদের সায়ীদ হাসান, আমিনুল ইসলাম চৌধুরী, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ইমন কল্যাণ চৌধুরী।