চবির ফরেস্ট্রি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2017, 02:57 PM
Updated : 16 Nov 2017, 02:57 PM

ইনস্টিটিউটের তৃতীয় ও অষ্টম সেমিস্টারের ছাত্রীরা অধ্যাপক ড. রফিকুল হকের বিরুদ্ধে এ অভিযোগ আনলে তা অনুসন্ধানে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হয়। 

ইনস্টিটিটিউটের পরিচালক অধ্যাপক ড. দানেশ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ তদন্তে ইন্সটিটিউটের পক্ষ থেকে তিন সদস্যের একটি ‘অভিযোগ ও তথ্য অনুসন্ধান কমিটি’ করা হয়েছে।

“কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

কমিটির প্রধান করা হয়েছে ইনস্টিটিউটের অধ্যাপক ড. গিয়াস উদ্দিনকে। অন্য দুই সদস্য হলেন- অধ্যাপক ড. মোজাফ্ফর হোসাইন ও অধ্যাপক ড. আল আমীন।

অভিযোগ ও তথ্য অনুসন্ধান কমিটির কার্যক্রম চলাকালীন অধ্যাপক রফিকুল হক একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হবে বলে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই শিক্ষক গত অক্টোবর মাসে কক্সবাজারে তৃতীয় সেমিস্টারের শিক্ষা সফরের সময় ছাত্রীদের যৌন হয়রানি চালান। পরে অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীরাও একই অভিযোগ আনেন।