সরকার ‘বিএনপি আতঙ্কে’: নোমান

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার বিএনপিকে নিয়ে অঅতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2017, 02:01 PM
Updated : 16 Nov 2017, 02:01 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নোমান বলেন, খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা ও বিএনপির প্রতি মানুষের ভালোবাসা দেখে সরকারের মধ্যে আতঙ্ক ভর করছে।

আবদুল্লাহ আল নোমান (ফাইল ছবি)

“সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টির বেশি আসন পাবে না। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা করে নির্যাতন চালাচ্ছে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে ‘ভুয়া অনলাইনে’  মিথ্যা সংবাদ পরিবেশন করে সরকারের মিথ্যা নাটক মঞ্চস্থ করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর ছাত্রদল এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নোমান বলেন, “এ সরকারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। চট্টগ্রামের সর্বস্তরের জনতা এই সকল মিথ্যা ষড়যন্ত্র প্রতিহত করবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আবু সুফিয়ান।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের সাবেক নেতা আব্দুচ সাত্তার, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, এম আর চৌধুরী মিল্টন প্রমুখ।