সাতকানিয়ায় ৬১ মামলার আসামি জামায়াতকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত ইসলামীর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার বিরুদ্ধে থানায় ৬১টি মামলা রয়েছে।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2017, 01:11 PM
Updated : 15 Nov 2017, 01:11 PM
গ্রেপ্তার মো. রফিক (৩০) সাতকানিয়া থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।

সাতকানিয়া থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৩-১৪ সালে জাতীয় নির্বাচনের আগে ও পরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল রফিক।”

বুধবার সকালে উপজেলার ছদহা ইউনিয়ন থেকে রফিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন-সন্ত্রাস সৃষ্টির পাশাপাশি পুলিশের উপর হামলার মামলাও রয়েছে।

দশম সংসদ নির্বাচনের আগে-পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছিল জামায়াত-শিবির কর্মীরা। তখন পেট্রোল বোমায় ট্রাক চালক, যাত্রী নিহত হয়েছিল, আহত হয়েছিল এক বিদেশি।

ওসি রফিকুল বলেন, “ওই সব সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্বে ছিল রফিক। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, হত্যাসহ অন্তত ৬১টি মামলা আছে।”