চট্টগ্রামে নবান্ন উৎসব

চট্টগ্রামে দিনব্যাপী নবান্ন উৎসবে বাঙালির শেকড় ও অস্তিত্ব রক্ষার আহবান জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 04:31 PM
Updated : 14 Nov 2017, 04:31 PM

মঙ্গলবার নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে শিশুমেলা আয়োজিত নবান্ন উৎসবে বক্তারা এ আহ্বান জানান। তৃতীয়বারের মতো চট্টগ্রামে এই উৎসব হচ্ছে।

বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি।

উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রামের তিনজন কৃষক। এতে প্রধান অতিথি ছিলেন গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন।

উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশুমেলার সভাপতি অধ্যক্ষ রীতা দত্ত, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, উৎসব পরিষদের সদস্য সচিব রত্নাকর দাশ টুনু, প্রধান সমন্বয়ক রুবেল দাশ প্রিন্স, এনামুল হক এনাম প্রমুখ।

উৎসবে সুরাঙ্গন ডান্স একাডেমির নৃত্য, তারুণ্যের উচ্ছ্বাসের বৃন্দ আবৃত্তি, খেলাঘরের শিশুদের দলীয় সংগীত পরিবেশিত হয়। এছাড়া একক সংগীত পরিবেশন করেন শিল্পী ফকির শাহাবুদ্দিন।