স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ সিআইইউর

অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্থায়ী ক্যাম্পাস করার উদ্যোগ নিয়েছে বেসরকারি চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 03:58 PM
Updated : 14 Nov 2017, 03:58 PM

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে ট্রাস্টি বোর্ডের সদস্যদের মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক বলেন, “চট্টগ্রামে জায়গার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়টিকে স্থায়ী ঠিকানায় নিয়ে যেতে। যেটি হবে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত।”

স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাওয়ার পর সিআইইউ দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় পরিণত হবে বলে আশা উপাচার্যের।

অনুষ্ঠানে সিআইইউর ট্রাস্টি বোর্ড সভাপতি তৌহিদ সামাদ বলেন,  সিআইইউ শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্ব দেবে এমন দক্ষ ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

“আজকে থেকে এক হাজার বছর পর বাংলাদেশ কেমন হবে, তা নির্ভর করছে আজকে আমরা কী করছি তার উপর। আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক থাকলে বাকিগুলোও ঠিক হয়ে যাবে।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাহিদ খান, সিআইইউ’র সহকারী রেজিস্ট্রার আনজুমান বানু লিমা।

উপস্থিত ছিলেন সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক জাকির হোসেন, ফিন্যান্স বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের, মার্কেটিং বিভাগের প্রধান ড. মো. নাঈম আব্দুল্লাহ, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান আতিকুর রহমান, ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপক রোবাকা শমসের, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, গ্রন্থগারিক ড. মো. জিল্লুর রহমান, সিআইইটিএস-এর উপ পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী,  প্রশাসন বিভাগের সহকারী পরিচালক কুমার দোয়েল দে সহ বিভিন্ন বিভাগ ও অনুষদের শিক্ষক, কর্মকর্তারা।