ইস্ট ডেল্টায় ‘ক্যারিয়ার শো’

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হল ‘রবি ক্যারিয়ার রোড শো’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 03:44 PM
Updated : 14 Nov 2017, 03:44 PM

মঙ্গলবার নগরীর পূর্ব নাসিরাবাদে ইডিইউ’র স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত রোড শোতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা।  

তিনি বলেন, “রবির আকার আগের চেয়ে পরিসরে এখন অনেক বড়। সেখানে গ্র্যাজুয়েটদের কাজের পাশাপাশি দক্ষতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে।”

কোর্স কারিকুলামের আওতায় শ্রেণিকক্ষে শিক্ষকদের পাশাপাশি কর্পোরেট ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে ইডিইউ’র ছাত্র-ছাত্রীদের কর্মমুখী শিক্ষার সঙ্গে পরিচিত করছেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে রবি’র ভাইস প্রেসিডেন্ট জাবেদ পারভেজ বলেন, “জীবনে প্রতিষ্ঠা পেতে হলে থাকতে হবে কাজের প্রতি নিষ্ঠা, পরিশ্রম আর সাফল্যে পৌঁছনোর বাসনা। ইডিইউ’র ছেলে মেয়েদের চোখে আত্মবিশ্বাসের ছাপ দেখে আমরা মুগ্ধ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউ’র শিক্ষক মোহাম্মদ রকিবুল কবির, রবির চট্টগ্রাম শহরের আঞ্চলিক ম্যানেজার আশরাফুল কবির, এক্সটারনাল কমিউনিকেশন অফিসার আশিকুর রহমান বলেন, ম্যানেজার (রিসোর্স) উম্মে আয়মান তাসনিম প্রমুখ।