চট্টগ্রামে ট্রাকচাপায় নারীর মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2017, 11:50 AM
Updated : 28 Oct 2017, 11:50 AM

শনিবার দুপুরে খুলশী থানা এলাকার ষোলশহর-বায়েজিদ বোস্তামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগম (৩৬) নগরীর শেরশাহ এলাকার বাসিন্দা সাবেক এক সেনা সদস্যের স্ত্রী বলে পুলিশ জানায়।

খুলশী থানার এসআই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মাকসুদা রিকশা করে দুই নম্বর গেইট থেকে বাসায় যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক রিকশাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।

“এসময় ট্রাকটি মাকসুদাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।”