ইয়াবাসহ গ্রেপ্তার: চট্টগ্রামে চারজনের সাজা

দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 01:19 PM
Updated : 23 Oct 2017, 01:19 PM

সোমবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- জসীম উদ্দীন, ফরিদ আহমদ, আমজাদ হোসেন এবং আমির আলী।

এদের মধ্যে জসীম উদ্দিন কারাগারে আছেন; বাকিরা পলাতক।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) এর ৯ (খ) ধারায় করা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাজা দিয়েছেন আদালত।

এদের মধ্যে জসীম উদ্দীন ও ফরিদ আহম্মদকে ছয় বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আমজাদ হোসেন ও আমির আলীকে পাঁচ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২০ অগাস্ট রাতে নগরীর সদরঘাট থানার সদরঘাট রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিয়ে ওই চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তাদের কাছ থেকে টিস্যু ও স্কচটেপে মোড়ানো আলাদা প্যাকেটে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অধিদপ্তরের চান্দগাঁও সার্কেলের সেসময়ের পরিদর্শক লোকাশীষ চাকমা মামলা করেন।

মামলায় গত বছরের ৩ অক্টোবর অভিযোগপত্র দেওয়ার পর ৯ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।