ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আরও দুজন গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 05:23 PM
Updated : 17 Oct 2017, 05:23 PM

মঙ্গলবার রাতে খুলশী থানার লালখানবাজার এলাকার বাঘঘোনা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা ও সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান।

গ্রেপ্তার মো. খাইরুল নূর ইসলাম ওরফে খায়ের এবং আমির হোসেন ওরফে বাবু সাবেক ছাত্রলীগ নেতা ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত।

মাসুম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছিরের অনুসারী।

পরিদর্শক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খায়ের ও বাবু হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে তথ্য আছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।”

বাবু লালখানবাজার পোড়া কলোনি এবং খায়ের ওই এলাকার টাংকির পাহাড়ের বাসিন্দা। দুজনের বয়স ২০ বছর।

নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্তকে গত ৬ অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

সরকারি সিটি কলেজের সাবেক ছাত্র সুদীপ্তকে হত্যার পর থেকে তার পক্ষের লোকজন হত্যাকাণ্ডের জন্য কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারীদের দায়ী করে আসছে।

এর আগে গত শুক্রবার রাতে মোক্তার নামে একজনকে গ্রেপ্তার পুলিশ। মাসুমের অনুসারী হিসেবে পরিচিত মোক্তার হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।