মাদকের মামলায় দুইজনের সাজা

বাইশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় দুই আসামিকে সাজা দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 12:22 PM
Updated : 16 Oct 2017, 12:22 PM

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ আদেশ দেন।

রায়ে আসামিদের একজনকে আট বছরের এবং অন্যজনকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, আসামি আব্দুস শুকুরের (৪৪) আট বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আর নাহার বেগম (২৮) নামের আরেক আসামিকে সাত বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের সাজা দেন আদালত।

আসামিদের মধ্যে আব্দুস শুকুর কারাগারে থাকলেও নাহার বেগম পলাতক। দুইজনই কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ২৩ জুলাই নগরীর বিমান বন্দর সড়কে ১৫ নম্বর জেটি ঘাটের কাছে তল্লাশি চৌকি বসায় পুলিশ।

ওই দিন দুপুরে নৌকায় কর্ণফুলী নদী পার হয়ে জেটি ঘাট এলাকায় আসলে তল্লাশি চালিয়ে আব্দুস শুকুরের কোমরে টেপ দিয়ে বাঁধা ১৪ হাজার ২০০ এবং নাহার বেগমের হাত ব্যাগ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯(খ) ধারায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান।

এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয় গত বছরের ৩০ অগাস্ট। চলতি বছরের ১১ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।

মামলায় সাক্ষী দিয়েছেন ছয়জন।