ডায়মন্ড সিমেন্টের প্রণোদনায় চট্টগ্রামের নির্মাণ শ্রমিকরা

চট্টগ্রাম বিভাগের পাঁচ হাজার নির্মাণ শ্রমিককে বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় এনেছে ডায়মন্ড সিমেন্ট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2017, 07:43 AM
Updated : 14 Oct 2017, 07:43 AM

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণ শ্রমিকদের সঙ্গে সাম্প্রতিক এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক হাকিম আলী এ কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, এ কর্মসূচির আওতায় কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষা, বিনোদন ও বিপণন প্রণোদনাসহ শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

হাকিম আলী বলেন, উন্নত বিশ্বে মর্যাদাপূর্ণ পেশা হলেও আমাদের দেশে অনেকটা অবহেলিত স্থাপনা নির্মাণের মূল কারিগর নির্মাণশিল্পীরা। তাই তাদের কল্যাণে ২০১৪ সালে ‘নির্মাণশিল্পী ক্লাব’ কর্মসূচি চালু করে ডায়মন্ড সিমেন্ট।

পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সকল নির্মাণশিল্পীদের এই কর্মসূচির আওতায় আনা হবে বলে তিনি জানান।

বাঁশখালী নির্মাণশিল্পী সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সমিতির উপদেষ্টা আবদুস সালাম, সোহেল মো. ফখরউদ্দিন, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (মার্কেটিং) এম এ রহিম, ম্যানেজার (মার্কেটিং) গোলাম মোস্তফা চৌধুরী ও এম এ মোতালেব বক্তব্য রাখেন।