পতেঙ্গায় বামির্জ সিগারেটসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মিয়ানমার থেকে আনা সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2017, 01:11 PM
Updated : 13 Oct 2017, 01:59 PM

শুক্রবার বেলা দেড়টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিমতানুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেপ্তার মিজানুর রহমান (২২) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমসা চৌধুরীহাট গ্রামের আব্দুর রহমানের ছেলে। মিজানুর বর্তমানে নগরীর পতেঙ্গা থানার ফুলছুরি পাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় হাসান স্টোরের বিপরীতে চোরাই পথে মিয়ানমার থেকে আনা সিগারেট বেচাকেনার জন্য চোরারকারবারীরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।”

পরে মিজানুরের দেওয়া তথ্যের ভিত্তিতে সমুদ্র সৈকত এলাকার একটি দোকান থেকে ‘ডাবল হ্যাপিনেস’ ব্র্যাণ্ডের ৫ হাজার ৬০০টি সিগারেট জব্দ করে র‌্যাব।

মিমতানুর বলেন, মিজানুর দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে সিগারেট চোরাচালানোর সাথে জড়িত এবং এসব সিগারেট চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে বলে জানিয়েছে।

এ ঘটনায় পতেঙ্গা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় মামলা করা হয়েছে।