চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘সন্দেহভাজন এক সন্ত্রাসী’ নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 07:43 AM
Updated : 12 Oct 2017, 07:43 AM

বুধবার রাত সাড়ে ৩টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুরে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ এর কর্মকর্তা এএসপি মিমতানুর রহমানের ভাষ্য।

নিহত দিদারুল আলম চৌধুরী (৩৩) জোরারগঞ্জ এলাকার মাহবুব আলম চৌধুরীর ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।    

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, র‌্যাব সদস্যরা রাতে দুর্গাপুর এলাকায় চট্টগ্রামমুখী দুটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয়।

“কিন্তু তারা না থেমে র‌্যাবের  দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় একটি মাইক্রোবাস এবং অপর মাইক্রোবাসের কয়েকজন আরোহী দৌড়ে পালিয়ে যায়।”

পরে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসের কাছে গিয়ে সেখানে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। মিরসরাই হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মিমতানুর। 

তিনি বলেন, মানিব্যাগে থাকা কার্ড দেখে দিদারুলের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। মাইক্রোবাসটি তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ৬০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।