চট্টগ্রামে ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণ, দগ্ধ ১১

চট্টগ্রামে জিপিএইচ রি-রোলিং মিলে ফার্নেস বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 06:53 AM
Updated : 17 Feb 2020, 09:54 AM

মঙ্গলবার ভোর রাতে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান।  

ফাইল ছবি

আহতদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে বার্ন ইউনিটের সহকারী অ্যধাপক এস খালেদ জানান। 

তিনি বলেন, যাদের ঢাকায় পাঠানো হয়েছে, তাদের মধ্যে পাঁচজনের শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে; তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকি একজনের ২৫ শতাংশ পুড়েছে।

সীতাকুণ্ডের ওসি ইফতেখার হাসান জানান, জিপিএইচ কারখানার লোহা গলানোর চুল্লিতে ভোর রাতে বিস্ফোরণ ঘটলে ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে কারখানার অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে জাহাঙ্গীর (২৭), আলাউদ্দিন (২৮), শফিকুল (২৫), আবু ইউসুফসহ (৩০) পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

মো. সোলায়ান (২৮), মিনহাজুল (২৮), শাহ আলম (৩২), আনোয়ার (৩০), মিজানুরসহ (২৭) ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।