সাংবাদিকের ফোন-টাকা ছিনতাই

চট্টগ্রামের ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ফোন ও টাকা খুইয়েছেন এক সাংবাদিক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 03:59 PM
Updated : 9 Oct 2017, 03:59 PM

নগরীর দেওয়ান হাট ব্রিজে রোববার রাতে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক তৌফিকুল ইসলাম বাবর ছিনতাইয়ের শিকার হন।

বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে বের হয়ে দেওয়ান হাট ব্রিজ দিয়ে হেঁটে টাইগার পাস মোড়ে আসার পথে তিন ছিনতাইকারী তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।

তিনি জানান, ছিনতাইকারী দুইজন ব্রিজের রেলিংয়ে আর একজন মোটর সাইকেলে বসে ছিল।

“তাদের অতিক্রম করার সময় একজন আমার গলায় চাপাতি ধরে, একজন পেটে ছুরি ধরে। অন্য যুবক আমার হাতে থাকা একটি মোবাইল ফোন ও পকেট থেকে প্রায় পাঁচ হাজার ২০০ টাকা নিয়ে মোটর সাইকেলে করে আমবাগান এলাকার দিকে চলে যায়।”

সাংবাদিক বাবর জানান, ঘটনাস্থলের ৩০-৪০ ফুট দূরে তিনজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন।

“ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার পর আমি বিষয়টি জানালে তারা আমাকে ডবলমুরিং থানায় জিডি করার পরামর্শ দেন।”

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ডাবলমুরিং থানায় সাংবাদিক বাবর একটি জিডি করেছেন।