সিএমপিতে নতুন চার জোন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চারটি জোন ভেঙে আটটি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 01:56 PM
Updated : 9 Oct 2017, 01:56 PM

আর প্রতিটি জোনে দুটি করে থানা রেখে দায়িত্ব দেওয়া হয়েছে একজন সহকারী কমিশনারকে।

নতুন চার জোন হলো- চকবাজার, বায়েজিদ বোস্তামী, পাহাড়তলী ও কর্ণফুলী জোন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আকরামুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের চারটি জোনকে বাড়িয়ে নতুন করে চকবাজর, বায়েজিদ বোস্তামী, পাহাড়তলী ও কর্ণফুলী জোন করা হয়েছে।

নতুন করা চারটি জোনে চারজন সহকারী কমিশনার নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এডিসি আকরাম জানান, নতুন করা চার জোনের মধ্যে চকবাজার জোনে সহকারী কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে মো. আরিফুজ্জামানকে। আর বায়েজিদ বোস্তামী জোনের দায়িত্ব দেওয়া হয়েছে সোহেল রানাকে।

এছাড়া পংকজ বড়ুয়াকে পাহাড়তলী ও জাহেদুল ইসলামকে কর্ণফুলী জোনের সহকারী কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপির তথ্য অনুযায়ী, আগে দক্ষিণ বিভাগের কোতোয়ালী জোনের অধীনে কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার ও সদরঘাট থানা থাকলেও এখন চকবাজার ও বাকলিয়া থানাকে নিয়ে নতুন করে চকবাজার জোন করা হয়েছে।

উত্তর বিভাগের পাঁচলাইশ জোনে পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও খুলশী থানা ছিল একজন সহকারী কমিশনারের অধীনে।  

এ জোনে বায়েজিদ বোস্তামী ও খুলশী থানা নিয়ে নতুন বায়েজিদ বোস্তামী জোন করা হয়েছে।

বন্দর বিভাগে বন্দর, পতেঙ্গা, কর্ণফুলী ও ইপিজেড থানা নিয়ে ছিল বন্দর জোন। এবার সেখান থেকে পতেঙ্গা ও কর্ণফুলী থানা নিয়ে গঠন করা হয়েছে কর্ণফুলী জোন। 

আর পশ্চিম বিভাগের ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী ও আকবর শাহ নিয়ে ছিল ডবলমুরিং জোন। পাহাড়তলী ও আকবর শাহ থানা নিয়ে গঠন করা হয়েছে পাহাড়তলী জোন।