চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে ভাটা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন এক লাখ ২৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে প্রায় দেড় লাখ কম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 01:42 PM
Updated : 9 Oct 2017, 02:15 PM

গত বছর ভর্তির জন্য দুই লাখ ৪৪ হাজার ৭৭৯ শিক্ষার্থীর আবেদন জমা পড়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামরুল হুদা জানিয়েছেন, এবছর অনার্স প্রথম বর্ষে চার হাজার ৯২৪ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

কামরুল হুদার দেওয়া তথ্য মতে, এবছর সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ‘এ’ ইউনিটে। বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে এক হাজার ২১৪ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৩ হাজার।

আর কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিটে এক হাজার ৩৪৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৯ হাজারটি।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৪৮ আসনের বিপরীতে ১৫ হাজার ও সমাজ বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের এক হাজার ১৮১ আসনের বিপরীতে ৩৯ হাজার আবেদন জমা পড়েছে।

আগের বছরগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষা হলেও এবছর থেকে চারটি ইউনিটে পরীক্ষা হবে।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এবং কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বাংলাদেশ স্টাডিজ নামে নতুন বিভাগ চালু করা হয়েছে।

গত ৪ অক্টোবর শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়। আর টাকা জমা দেয়ার সময় শেষ হয়েছে ৫ অক্টোবর।

আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।