ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা

বিএসটিআই সনদ ছাড়া ওয়াসার পানি নোংরা পরিবেশে বোতলে ভরায় চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 04:27 PM
Updated : 8 Oct 2017, 04:27 PM

রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম চাক্তাই এলাকার ‘আন্তরিক ড্রিংকিং ওয়াটার’ ও ‘ফ্রেন্ডস বেভারেজ’ নামে প্রতিষ্ঠান দুটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাক্তাইয়ে আবাসিক ভবনের ভেতরে গোপনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আন্তরিক ড্রিংকিং নামের প্রতিষ্ঠানে ওয়াসার লাইন থেকে সরাসরি বড় জারে পানি ভরা হচ্ছিল বিক্রির জন্য।

“প্রতিষ্ঠানটির বিএসআইর কোনো সনদ নেই। এছাড়া বাণিজ্যিক পানি সরবরাহের জন্য যে বিষয়গুলো থাকা দরকার তার কোনোটিই প্রতিষ্ঠানটিতে ছিল না। তাদের সতর্ক করে দিয়ে প্রতিষ্ঠানের মালিক মাহফুজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

অন্যদিকে একই এলাকায় অবস্থিত ফ্রেন্ডজ বেভারেজ নামক প্রতিষ্ঠানের বিএসটিআই সনদের মেয়াদ উত্তীর্ণ হয় ২০১২ সালে। সনদ ছাড়াই প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ভিত্তিতে নোংরা পরিবেশে পানি উৎপাদন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।