অর্থ আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীর জামিন

ঋণের দুই কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মঈনুল কবির ও ব্যবসায়ী রেজাউল কবির জামিন পেয়েছেন। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 01:55 PM
Updated : 8 Oct 2017, 01:55 PM

রোববার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নুরের আদালত তাদের জামিন মঞ্জুর করে।

মঈনুল কবির আইএফআইসি ব্যাংকের সাবেক ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং রেজাউল কবির ব্যবসায়িক প্রতিষ্ঠান আর কে এন্টারপ্রাইজের মালিক।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর প্রথম কিস্তিতে ৩৬ লাখ টাকা এবং সর্বশেষ বৃহস্পতিবার আরও ২৫ লাখ টাকা ব্যাংকের বরাবরে পরিশোধ করেছেন ব্যবসায়ী রেজাউল কবির।

“বাকি টাকাও পরিশোধ করবেন বলে আদালতে জানিয়েছেন তিনি। তাদের আবেদন শুনে আদালত জামিন মঞ্জুর করেছেন।”

গত ২৫ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালী থানায় দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল আউয়াল এ মামলা করেন।

মামলার পর ওইদিন বিকালে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে দুদক।

মামলার নথিতে বলা হয়, ২০১৫ সালে আইএফআইসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে দুই কোটি টাকা ঋণ নেন ব্যবসায়ী রেজাউল কবির।

আত্মসাতের জন্য সেই টাকা রেজাউল কবির তার অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তরও করেন বলেও মামলায় অভিযোগ করা হয়।