সাতকানিয়ায় ধরা রোহিঙ্গা পরিবার

মিয়ানমারে দমন-পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি পরিবারের চার সদস্যকে সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকা থেকে ধরেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 08:55 AM
Updated : 23 Sept 2017, 08:55 AM

শুক্রবার গভীর রাতে কেওচিয়া ইউনিয়নের বরুমছড়া এলাকা থেকে মো. অনোয়ার (২৩), তার ভাই মো. আজিজ, তাদের বোন নাঈমা বেগম (১৫) ও মা নুর বেগমকে (৪৫) উদ্ধারের পর কক্সবাজারে ফেরত পাঠানো হয়।

তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর শীলখালী এলাকার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছেন।

এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একটি দল বরুমছড়ায় গিয়ে তাদের নিয়ে আসে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন।

তিনি বলেন, “তাদের কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।”

মিয়ানমার থেকে আসা চার লাখ শরণার্থীকে কক্সবাজারে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে সক্রিয় রয়েছে পুলিশ।

এরআগে শুক্রবার সকালে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় থেকে ১৫ রোহিঙ্গাকে উদ্ধারের পর কক্সবাজারেপাঠানো হয়।

তারও আগে জেলার পটিয়া, সীতাকুণ্ড, হাটহাজারী এবং নগরীর বাকলিয়া ও পতেঙ্গা এলাকায় কক্সবাজার থেকে আসা শতাধিক রোহিঙ্গাকে উদ্ধারের পর আবার শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়।