ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন

সমাজে প্রতিষ্ঠিত হতে হতাশাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেওয়া হয়েছে চট্টগ্রামে এক অনুষ্ঠানে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 02:09 PM
Updated : 21 Sept 2017, 02:09 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রথম বর্ষের ওরিয়েন্টশন অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা এ তাগিদ দেন।

অনুষ্ঠানে পিএইচপি গ্রুপের নির্বাহী পরিচালক আহমেদ শিপার উদ্দিন শিক্ষার্থীদের পেশাগত কাজে ভাল করতে অনেক বেশি জ্ঞান অর্জনের উপর জোর দিয়ে বলেন, “মাথায় রাখতে হবে মুনাফা নয়, নিজেদের মেধাই হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার বড় পুঁজি।”

ইডিইউর ২০১৭ সালের ফল সেমিস্টারের ওরিয়েন্টশেন অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের কর্মমুখী শিক্ষার ভীষণ অভাব রয়েছে। তাই বেশি-বেশি অভিজ্ঞতা অর্জন করার কোনো বিকল্প নেই। অযথা চাকরির পেছনে না ছুটে নিজে কীভাবে একটি কোম্পানি প্রতিষ্ঠিত করে আত্মনির্ভরশীল হওয়া যায়, তাই ভাবা জরুরি।”

অনুষ্ঠানে ইডিইউর ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা বলেন, আমরা শিক্ষার্থীর সংখ্যা নয়, মানে বিশ্বাসে। ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান গতানুগতিক ধ্যান-ধারণাকে পেছনে ফেলে উচ্চশিক্ষা খাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বার্তা পৌঁছে দিতে কাজ করছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল কবীর প্রমুখ।