রোহিঙ্গাদের জন্য এল মরক্কোর ত্রাণ

মিয়ানমারে দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য এবার ত্রাণ সহায়তা পাঠাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 06:43 AM
Updated : 14 Sept 2017, 06:43 AM

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ১৪ টন ত্রাণ সামগ্রী নিয়ে মরক্কো এয়ারের একটি বিমানে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন কিংডম অব মরক্কোর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এম ভি মজিদ হালিম।

পুর্নবাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মরক্কোর দেওয়া ত্রাণের মধ্যে রয়েছে ৭০টি তাবু, এক হাজার কম্বল, এক লট মেডিকেল কিটস, দুই টন দুধ, চার টন চাল ও মেট্রেস।

এর আগে গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো হয়।

বৃহস্পতিবার ভারত ও ইন্দোনেশিয়া থেকেও রোহিঙ্গাদের জন্য ত্রাণ আসার কথা রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মিয়ানমারে দীর্ঘদিন ধরে জাতিগত নিপীড়নের শিকার হয়ে চার লাখের বেশি রোহিঙ্গা তিন দশক ধরে বাংলাদেশে রয়েছে। এর মধ্যে গত ২৪ অগাস্ট রাতে কয়েকটি পুলিশ পোস্ট একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর পাল্টা দমন অভিযানে নামে মিয়ানমার সেনাবাহিনী।

নির্যাতনের মুখে গত তিন সপ্তাহে প্রায় চার লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে ইউনিসেফের তথ্য।