ট্রাকে ৩০০ বোতল ফেনসিডিল নিয়ে গ্রেপ্তার চালক ও সহকারী

চট্টগ্রাম নগরী থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ এক ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2017, 11:38 AM
Updated : 12 Sept 2017, 11:38 AM

গ্রেপ্তাররা হলেন- ট্রাক চালক মো. আলমগীর ওরফে লাদেন (৪৮) ও তার সহকারী দোলোয়ার হোসেন (২৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান জানান, মঙ্গলবার নগরীর কোতোয়ালি থানার কদমতলী আটমার্সিং মোড় থেকে তাদের আটকের পর ট্রাক তল্লাশি করে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল আগে থেকে খবর পেয়ে কদমতলী আটমার্সিং মোড়ে অবস্থান নেয়। এসময় টাইগার পাসের দিক থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক ও সহকারী ট্রাক থামিয়ে দৌড়ে পালিয়ে যায়।

“পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করে। এসময় ট্রাক তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”

পুলিশ কর্মকর্তা ইলিয়াছ বলেন, ২০ হাজার টাকার বিনিময়ে ফেনসিডিলগুলো কুমিল্লা থেকে চট্টগ্রাম নিয়ে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ও দেলোয়ার স্বীকার করেছে।

“মনির নামে এক ব্যক্তি এসব ফেনসিডিল চট্টগ্রাম পৌঁছে দিতে তাদের সাথে ২০ হাজার টাকায় চুক্তি করে। সে মোতাবেক তারা কুমিল্লা জগন্নাথ দিঘী এলাকা থেকে ফেনসিডিল নিয়ে চট্টগ্রামে আসে।”