সীতাকুণ্ডে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬০০ বোতল ফেনসিডিলসহ এক গাড়ি চালককে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 10:45 AM
Updated : 11 Sept 2017, 10:45 AM

তারা বলছে, গ্রেপ্তার চালক বেলাল হোসেন (৫৫) একজন ‘মাদক বিক্রেতা’। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বড় দারোগাহাট ওজন স্কেলের কাছে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে থেকে খবর পেয়ে র‌্যাবের একটি দল সকালে সীতাকুণ্ডের বড় দারোগাহাট ওজন স্কেলের কাছে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে।

এসময় চট্টগ্রামের দিকে আসা একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে গাড়ি থামিয়ে চালক দৌড়ে পালিয়ে যায়।

“র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে এবং গাড়ি তল্লাশি করে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব ফেনসিডিল ফেনী থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে বেলাল।