বন্দরে এক জাহাজে আরেকটির ধাক্কা

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে সারবোঝাই একটি জাহাজের ধাক্কায় অন্য একটি একটি জাহাজের হ্যাজ ফুটো হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2017, 11:53 AM
Updated : 9 Sept 2017, 11:53 AM

শনিবার পতেঙ্গা এলাকায় মাল্টার পতাকাবাহী ‘এমভি ওরহান’ নামে একটি জাহাজ ভেলিজের পতাকাবাহী ‘এমভি মাইমেরি’ নামে জাহাজটিতে ধাক্কা দেয়।

এমভি মাইমেরির স্থানীয় শিপিং এজেন্ট এইচসি মেরিনের পরিচালক নুরুন্নবী ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মাইমেরি নোঙর করে সাগরে দাঁড়িয়ে ছিল। এসময় এমভি ওরহান নামে জাহাজটিও নোঙর করতে সেখানে আসে।

“ওরহান পেছন থেকে ঘুরে এসে মাইমেরিকে ধাক্কা দেয়। এতে মাইমেরির একটি হ্যাজ ফুটো হয়ে পানি ঢুকে যাচ্ছে।”

ইমরান জানান, নোয়াপাড়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের জন্য মাইমেরি জাহাজটি লেবানন থেকে ৩৭ হাজার ৬৬১ মেট্রিকটন টিএসপি সার নিয়ে চট্টগ্রাম আসে।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বলেন, পতেঙ্গার অদূরে দুটি জাহাজের সংঘর্ষে একটির হ্যাজ ফুটো হয়ে গেছে। সংশ্লিষ্ট শিপিং এজেন্ট এগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।