গুলিবিদ্ধ আরও দুই রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে

মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসা আরও দুই রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2017, 05:43 AM
Updated : 5 Sept 2017, 05:43 AM

মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।

আহতরা হলেন- আমান উল্লাহ (২৮) ও মো. আরাফাত (২৫)। তারা দুজনই মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা।

এএসআই আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) হাসপাতালে আসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল চলছে।

এর পর থেকে গত ১২ দিনে মোট ৪৮ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসেন।তাদের মধ্যে একজন গত ২৬ অগাস্ট এবং একজন ৩০ অগাস্ট মারা যান।