ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৮

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে উল্টোপথে চলা কভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আটজন। হতাহতরা সবাই মাইক্রোবাসের আরোহী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 09:45 AM
Updated : 4 Sept 2017, 09:45 AM

রোববার গভীর রাতে মিরসরাই উপজেলার মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. কাউছার (২৫)।

আহতরা হলেন- ইসমাইল (২৮), আল আমীন (২২), সোহাগ (২৪), জামাল (২০), ফরহাদ (২২), রাজীব (২১), সাগর (২৭) ও মাইক্রোবাস চালক আতিকুর রাহমান।

মাইক্রোবাসের যাত্রী সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ১৫ বন্ধু নারায়নগঞ্জের বন্দর এলাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “রাতে আহত অবস্থায় নয়জনকে হাসপাতালে আনার পর কাউছারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঈদের তিনদিন আগে ও পরে মহাসড়কে ট্রাক, কভার্ড ভ্যান, লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা আছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের।

তবে হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, কভার্ড ভ্যানটি তেল নিয়ে পেট্রোল পাম্প থেকে বের হচ্ছিল। এসময় দ্রুত গতির মাইক্রোবাসটি পেছন থেকে কভার্ড ভ্যানকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।