‘অসম্পূর্ণ নীলনকশা বাস্তবায়নের জন্যই ২১ অগাস্ট হামলা’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অসম্পূর্ণ নীলনকশা বাস্তবায়ন করতেই শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ অগাস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 04:06 PM
Updated : 21 August 2017, 04:06 PM

সোমবার বিকালে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২১ অগাস্ট গ্রেনেড হামলার বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাছির বলেন, “এই বর্বরতার মূল ইন্ধনদাতা ছিল তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রধানমন্ত্রীর পুত্র তারেক জিয়া। ১৩ বছর পরও এর বিচার শেষ করা যায়নি এবং মামলার ১৯ জন আসামি ধরাছোঁয়ার বাইরে।”

তিনি আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়ার জোর দাবি জানান।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুস্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী প্রমুখ।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, পঁচাত্তরের ১৫ অগাস্ট ও ২০০৪ সালের ২১ অগাস্টের হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা।

“১৫ অগাস্টের হত্যাকাণ্ডের নেপথ্য নায়ক ছিলেন জিয়াউর রহমান আর ২১ অগাস্টের নেপথ্য নায়ক তারেক জিয়া।”

তিনি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে গ্রেনেড হামলার ঘটনায় বিচারের মুখোমুখি করার দাবি জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম, রাউজানের পৌর মেয়র দেবাশীষ পালিত, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর জেলার শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল নিউ মার্কেট ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।