বন্যার্তদের জন্য ত্রাণ দেবে উদীচী চট্টগ্রামের কর্মীরা

একবেলা খাবারের সমপরিমাণ অর্থ বন্যা দুর্গতদের জন্য দেবে চট্টগ্রাম জেলা উদীচীর কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 07:21 AM
Updated : 21 August 2017, 07:21 AM
একইসঙ্গে
উদীচীর রবীন্দ্র
-
নজরুল
-
সুকান্ত জন্মজয়ন্তীর অনুষ্ঠানও সংক্ষিপ্ত করে আয়োজনের অর্থ বন্যার্তদের ত্রাণ
হবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

রোববার রাতে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রমেন দাশগপ্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, মানবিক দায়িত্ববোধ থেকে উদীচী এবারের রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তীর কর্মসূচি সংক্ষিপ্ত করছে। আর উদীচী কর্মীরা নিজেদের একবেলার খাবারের সমপরিমাণ অর্থ সংগঠনের ত্রাণ তহবিলে জমা দেবে।

এছাড়া সংগঠনটি আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রাম শহরে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করবে বলেও জানানো হয়।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের পক্ষ থেকে সামর্থ্যবান নাগরিকদের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।